রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র থেকে তোলা ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: সোমবার, জানুয়ারী ৩১, ২০২২

ক্ষেপণাস্ত্র থেকে তোলা ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। সম্প্রতি তারা ক্ষেপণাস্ত্রের সঙ্গে লাগানো ক্যামেরা থেকে তোলা ছবি প্রকাশ করেছে।

দেশটির সরকারি গণমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে যেখানে কোরিয়া উপদ্বীপ এবং আশপাশের এলাকা দেখা যাচ্ছে।

উত্তর কোরিয়া জানিয়েছে, হোয়াসং-১২ নামে মধ্যম পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল এটি। জাপানের উপকূলের কাছে সাগরে পড়ার আগে এটি দুই হাজার কিলোমিটার উচ্চতায় উঠেছিল। উত্তর কোরিয়ার পূর্ব তীরে স্থানীয় সময় সকাল আটটার কাছাকাছি এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি, কেসিএনএ ছবিগুলো প্রকাশ করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের যেখানে বোমা থাকে, সেখানে সংযুক্ত একটি ক্যামেরা থেকে ছবিগুলো তোলা হয়েছে।

জাপান এবং উত্তর কোরিয়ার কর্মকর্তারা ধারণা করছেন, আধা ঘণ্টায় ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

দুইটি ছবিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময়কাল উঠে এসেছে। বাকি ছবিগুলো তোলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি আকাশের দিকে ওঠার সময়।
 
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।
0 Comments